
আবার কারু কারু দেখা যায় নামের সাথে কোনো মিল নেই অথবা ফেসবুকের দেওয়া কিছু নাম্বার থাকে। যেমন: https://facebook.com/php?id=10002370876352
আজকে আমরা শিখবো কিভাবে নিজের মতো করে একটি লিংক তৈরি করা যায়।
নিজের মতো করে লিংক তৈরি করতে হলে যা করতে হয় তা হলো কাস্টম ইউজার নেম তৈরি করা। কাস্টম ইউজার নেম তৈরি করার বিভিন্ন উপায় আছে। তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো মেসেন্জার থেকে তৈরি করা। মেসেন্জারে ইউজার নেম দেওয়া জন্য অবশ্যই আপনার মেসন্জোর এপস্ থাকতে হবে।তারপর আপনাকে যা যা করতে হবে:
-
- প্রথমে আপনার মেসেন্জার এপস্ টি ওপেন করুন।
- মেসেন্জার এর উপরের বাম দিকে আপনার প্রফাইলের যে ছবিটি দেখা যায় (Chate লিখাটি সামনে যে ছবিটি) সেখানে ক্লিক করুন।
- তারপর যে পেজটি আসতে সেখানে একটু নিচের দিকে Username লিখাতে ক্লিক করুন।
- Username ক্লিক করলে দুটি অপশন আসবে তার মধ্যে Edit Username এ ক্লিক করুন।
- তারপর Change Username লিখাটিতে ক্লিক করে আপনার নিজের মতো একটি নাম দিয়ে দিন।[বি:দ্র: মনে রাখবেন আপনার Username টি আগে কেউ দেয়নি এমন হতে হবে। না হয় Save হবে না]
- নাম দেওয়া হলে উপরে ডান দিকে থেকে Save এ ক্লিক করুন।
উপর্রোক্ত নিয়ম সব কিছু দেওয়া হলে আপনার ফেসবুক আইডির লিংকটি এমন হবে: https://facebook.com/[আপনার দেওয়া নামটি এখানে হবে]।
আসা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনেুরোধ রইলো।
ফেসবুক এর বিভিন্ন সমস্যার সমাধান এবং ফেসবুক সম্পর্কে নতুন কিছু জানতে চোখ রাখুন আমদের এই ব্লগটিতে। সকল প্রকার আর্টিকেলের নোটিফিকেশন পেতে নিচের Subscribe বক্সে আপনার ইমেইলটি দিয়ে Subscribe করুন।