Vlog বা ব্লগ ভিডিও প্রেমিদের জন্য একটি সেরা অ্যাপ

great app for video lovers

কিছুদিন যাবত খেয়াল করছি বাংলাদেশে একটি শব্দ অনেক প্রচলিত হচ্ছে শব্দটি হলো  Vlog বা ভিডিও ব্লগ।

Vlog কি?

একটি ভিডিও ব্লগ বা ভিডিও লগ, সাধারণত vlog এর সংক্ষিপ্ত রূপ।

তো শুরু করা যাকঃ-

বাংলাদেশে অনেক ভ্লগার আছে এবং তারা প্রতিদিন ভ্লগের সাহায্যে বিনোদন প্রদান করার চেষ্টা করে।

দৈনিক বাংলাদেশে অনেক ভ্লগ ভিডিও বানাচ্ছে এবং অনেকে ভ্লগার হচ্ছে।

এক সার্ভে জানা গেছে যে, বাংলাদেশে নাটকের পর সবচেয়ে বেশি ইউটিউব ভিডিও রিচ হয় ভ্লগ নিয়ে।

এই ভ্লগ ভিডিওতে নাটকের মতই বিনোদন পাওয়া যায়।

আর এটাও জানা গেছে যে বেশিরভাগ ভ্লগারদের বয়স ১৮-২০বছর।

এবং এদের এই সকল ভিডিওতে ভিউ রয়েছে লাখ লাখ।

আবার এটাও জানা গেছে বাংলাদেশে অনেক বিদেশিরা ঘুরতে আসে ভ্লগ দেখে কারণ ভ্লগে সম্পূর্ণ রূপে বাংলাদেশের রাস্তা, সাগর, নদি ও ইত্যাদি সৌন্দয্য দেখিয়ে থাকে।

আমার নিজেরো ভ্লগ দেখতে খুব ভালো লাগে ভ্লগ দেখলে মনটাও অনেক ভালো লাগে।

বাংলাদেশে যেমন ভ্লগ ভিডিও এসেছে প্রচুর তেমনি একটি এপও আছে যেখানে আপনি সকল ধরনের ভ্লগ ভিডিও পাবেন।

অ্যাপটি’র নামঃ VlogU

অ্যাপটিতে আপনি পেয়ে যাবেন সকল ভ্লগারদের জনপ্রিয় ও লেটাস্ট ভ্লগ।

অ্যাপটিতে অনেক মজার মজার ফিচার রয়েছে।

অ্যাপটি ডাউনলোড করে নিজে দেখে নিন।

ডাউনলোড লিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *