
আজকে আমরা দেখবো কিভাবে নিজ জেলার বা আপনি যে স্থানে চাকরি করতে চান এবং যে চাকরি করতে চান তার সকল নোটিফিকেশন কিভাবে আপনার ফেসবুক আইডিতে পাবেন। তো দেখে নেওয়া যাক কিভাবে কি করতে হবে:
-
- প্রথমে উপরের ডান দিকের থ্রী ডট মেনুতে ক্লিক করুন
-
- তারপর, যে অপশন গুলো আসবে সেখান থেকে Jobs এ ক্লিক করুন
এবার নিচের ছবিটি ভালো করে লক্ষ করুন
- আপনি যে স্থানে চাকরি করতে চান সেই স্থান সিলেক্ট করুন Location খেকে (০২ এ যা দেখানো হয়েছে)
- তারপর, আপনি কিসের চাকরি করতে চান তা সিলেক্ট করুন Category খেকে (০৩ এ যা দেখানো হয়েছে)
- তারপর, আপনার চাকরির ধরন সিলেক্ট করুন Job Type খেকে (০৪ এ যা দেখানো হয়েছে)
- এবার Subscribe করুন (০৫ এ যা দেখানো হয়েছে)
সব কাজ শেষ। এখন থেকে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি দিলে তা আপনার ফেসবুক নোটিফিকেশনে আসবে।
আসা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনেুরোধ রইলো।
ফেসবুক এর বিভিন্ন সমস্যার সমাধান এবং ফেসবুক সম্পর্কে নতুন কিছু জানতে চোখ রাখুন আমদের এই ব্লগটিতে। সকল প্রকার আর্টিকেলের নোটিফিকেশন পেতে নিচের Subscribe বক্সে আপনার ইমেইলটি দিয়ে Subscribe করুন।