এই টিপস এর কথা অনুযায়ী কাজ করলে আপনারা আপনাদের ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন|
স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন, চেষ্টা করবেন কমপক্ষে ১২ সংখ্যা/ অক্ষরের পাসওয়ার্ড দেওয়ার এবং অবশ্যই সহজ পাসওয়ার্ড এড়িয়ে চলুন|
- ২ স্টেপ ভেরিফিকেশন অন রাখুন|
- ফেসবুক একাউন্টটি যে নাম্বার, ইমেইল দিয়ে দিয়ে খুলেছেন তা হাইড রাখুন|
- ডেট অফ বাথর্ড হাইড করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ|
- (Security and Login) অপশন থেকে (Get alerts about unrecognized logins) এই অপশন টি অন করে রাখুন|
- (Security and login) অপশন থেকে (Trusted Contacts) অন করে আপনার পরিচিত কাছের ৩-৫ জন ব্যক্তি কে এড করে রাখুন|
- প্লে স্টোর ছাড়া কোনো থার্ড পার্টি জায়গা থেকে অ্যাপস ডাউনলোড করবেন না|
- সম্ভব হলে প্রোফাইল লক করে রাখুন|
- চেষ্টা করবেন ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করার|
- কিছু দিন পর পরই (Security and login) অপশন থেকে (Where You’re Logged In) এখানে চেক করে দেখুন আপনার অপরিচিত কোন ডিভাইসে আইডি লগিন করা হয়েছে কী না|
কোন আনট্রাস্টটেড লিঙ্কে কখনোই ক্লিক করবেন না|
এই টিপসগুলো মেনে চললে আশা করি আপনার ফেসবুক আইডি হ্যাক হবেনা, ইনশাআল্লাহ| ধন্যবাদ|